মোর দুখের রাতি
না যেন হয় শেষ,
অমানিশা হোক আরও গভীর,
তারা যেন একটাও না ফোটে,
নিকষ হোক চোখের আলো।
আঁধার রাতি হয় যেন মোর
চির দিনের সাথী।


আঁধার রাতি দেয় না ধোঁকা
ছড়ায় না কোন মিথ্যে মায়া,
নিঃসঙ্গতা বুঝতে শেখায়
অখিল বিশ্বে তুমি একা।


মায়ার বাঁধন থাকেনা সেথায়
কোন মরীচিকা দেয় না দেখা,
জীবন অমৃত পায় যে সেথায়
আত্মা শক্তির পরম ছোঁয়া।


বাহ্য জগতের মায়াজাল,
কৃষ্ণ পটে যায় না দেখা,
লুপ্ত হয় সকল বাঁধন
নিখিল বিশ্বের সাগর পারে।