অসীম ধরা মাঝে
    চিরন্তন চির ভাস্বর
অমোঘ সে অন্তিম লিখন -
অলঙ্ঘনীয় নাগপাশের
ঘূর্ণাবর্তে ঘুরিছে জীব
নিগূঢ় মায়াপাশে।


চির শান্তির শয্যা পরে
ঘুমায়ে রবে অলিক সুখে
সকল মায়া ছিন্ন করে
মোহের বাঁধন পিছনে ফেলে।


জীবন জুড়ে সঞ্চয় ভার
এক নিমেষে হাল্কা হবে
বিন্ধিবে বহ্ণির শলা
পরম যতনের এই শরীরে,
তাতেই পাবে চির মুক্তি
ঐ আকাশের অসীম নীলে।