কচি মন কচি চিন্তা
        স্বপ্ন দেখে বারংবার,
সে নাকি মাছ হয়ে
          কাটিবে সাঁতার।
সে নাকি নৌকা হয়ে
           ভাসিবে জলে।
ভেবে ভেবে পায় না কূল
            ভাবে সে কত কি,
কচি নৌকা পড়িল বাঁধা
            নোঙ্গরের টানে।
কাঁধে ব্যাগ হাতে ছাতা
           খোকা যায় একা একা,
স্কুলের গড়ি তাকে নিয়ে যায়।
সেই যে পড়িল বাঁধা
            শান বাঁধানো ঘাটে,
ছোট্ট ছোট্ট ঢেউ গুলি
             পারিল না ভাসাতে।


খোকা এখন মস্ত বড় ইঞ্জিনিয়ার
            মাথায় তার হাজার চিন্তা,
পায় না কো ঠাঁই কচি চিন্তা,
             কল্পনার মন হারিয়েছে সে,
মার ডাকে তার ঘুম ভাঁঙে না আর!
              অ্যালার্ম তাকে ডাকে।


কচি কাঁচা মন, তরুণের দল
                দেখে না আর স্বপ্ন,
দেখে শুধু বাস্তবের নিষ্ঠুর দন্ত।
ঘুড়ি লাটাই তোমায় দিলাম বিদায়
সময় নেই কো পাছে আছে কম্পিউটার।
আছে নাচ, আছে গান, আছে অঙ্কের ক্লাস
ফাস্ট হতেই হবে বলেছেন ড্যাড।