সুরে সুর মিলাতে চাই
বীণার তারে তারে,
তোমার মাধুরী ধরতে চাই
আমার বাঁশীর সুরে।


প্রভু তোমার এত যে সুর
ছড়ায়ে রয়েছে বিশ্ব মাঝে,
চেয়ে চেয়ে আমি পাই না কূল
কোথায় শুরু কোথায় শেষ?


কি লাবণ্যে রেখেছ সাজায়ে
অঙ্গ খানি চির যৌবনে
তারই মাধুরী ধরতে চাই
আমার গানের গীত ছন্দমে।


পারি কই ধরিতে তারে,
ঐ ললিত গীত বিতানে,
জীবন মোর কাটিল বৃথা
কেবল তারই পিছে ধেয়ে।