আলো আঁধারি আবছা ভেদে
সত্য-মিথ্যার পার্থক্য কমায়,
কেমন করে খুঁজবে তারে
মুখ যদি থাকে মুখোশে ঢাকা।
কাহিনী নাট্যের চিত্রকর
কি সহজে দোষী কে খোঁজে
কি সহজে দোষ টি খুঁজে
শাস্তি দেন হাতেনাতে।
কিন্তু আমার বাস্তবের নায়ক,
পরাজিত হয় বারে বারে
খলনায়কের আস্ফালনে
ভীত হয় মাঝে মাঝে।
সাহায্য চেয়ে বাড়ায় যে হাত
হাত কাটে নেয় সেই লোক
যার হাতে রয়েছে ভার
সত্য মিথ্যার মুখোশ খোলার।
লাঞ্ছিত রা প্রমাণ খোঁজে
মিথ্যে আশায় বুক বেঁধে
শয়তানের সাথে ভগবান মিলে
অট্ট হেসে পেয়ালা তে মজে।
আলোক রাসায়নিক ধোঁয়ার মাঝে
ছাপশা হয় চোখের আলো
সেই আলোতে খোঁজা কি যায়
সত্য মিথ্যার মাঝের ফারাক?