যখন আসব না হেথায় আমি
থাকবে না মোর কোন চিহ্ন,
জানব আমি হারিয়ে গাছি
সবার হৃদয় থেকে।


যখন আমার লাগানো বাগান
ভরবে ফুলে ফলে,
ফুলের সুবাস নাই বা আসুক
থাকব আমি সুখে।
আমার মনের বাসনা যবে
ফুটবে আমার নয়ন পানে,
তখন আমার নয়ন হতে
অশ্রু যেন ঝরে।


চির জীবনের বেদনা আমার
আসব না আর হেথায় আবার,
তোমার লাগি সকল কথা
সাঙ্গ হল এবার।
তুমি থাকবে সবাইকে নিয়ে
সুখ-দুঃখের বাসর ঘরে,
আমি কেবল থাকব না হেথায়
সুখ-দুঃখের ভাগে।


(আমার প্রথম স্কুল, টাকাপুরা আদর্শ বিদ্যাপীঠ থেকে আসার পরের অনুভূতি থেকে লেখা)