পাকা রাস্তা গেছে চলে গ্রামের মাঝখানে
দুই ধারে সারি সারি আম জাম লয়ে,
সারি সারি ধান ক্ষেত রোপণ হয়েছে সবে,
চাষিদের ব্যস্ততা সারা মাঠ জুড়ে।
বিশ্বায়নের নিঃশ্বাসে খাঁটি সব হাওয়া,
সংকর আর ভেজালের বেড়েছে রমরমা।


চাষিদের মন খারাপ, পায়না তারা মূল্য
ফড়েদের রমরমা চাষিদের শূন্য।
রাখালেরা বাজায় না বাঁশি,
চরায় না আর ধেনু
চাষী আর জেলেরা ধরে না বেণু।


বিশ্বায়ন আর ওয়াই ফাই নিয়েছে সব কেড়ে,
ছয় ঋতু আসে না আর সময় ধরে ধরে,
আমরা কিন্তু পাল্টে গেছি সময়ের সাথে সাথে।
সবাই খুব ব্যস্ত, ব্যস্ত সময়ে
ইন্টারনেট আর ফেসবুক নিত্য দিনের সঙ্গ।
সুখ দুঃখ ভালোবাসা সব যায় কেনা
দরকার শুধু একটি ক্লিক আর মাউস চেনা
একটা লাইক বা একটা শেয়ার,
বোঝায় সুখ কিংবা দুঃখ
ভালোবাসার বেলায় শুধু এটুকু ই যথেষ্ট।
সব যেন বেগে হয়, সব যেন বেশি পাই
৩জি বা ৪জি এসব যেন দূর ছাই,
এর চেয়ে বেগে যদি আরও কিছু পেয়ে যাই।


চটকদারী চটক দেখায়, যাদুকর যাদু -
ঘোর যখন কেটে যায় আমরা তখন কাবু
ভালোবাসা, সুখ দুঃখ যেত যদি কেনা
কথা গুলির মূল্য তবে যেতনা আর চেনা।