আজি প্রাতে পুরাতন প্রানে
ঢাল ঢাল নবীন রস,
জীর্ন বাসনা ছুঁড়ে ফেলে
নতুন প্রানে আসুক ভোর।


প্রাচীন রাতি হোক অবসান,
নবীন ঊষা উঠুক আরবার,
বাজুক শঙ্খ ঘোর নিনাদে
কাঁপিয়ে দিক চারিধার।


নতুন সূর্য দাও দেখা দাও
প্রবীণ মলিন বাঁধন ছিঁড়ে,
দুর্বল প্রান, সবল হোক
আজি এ প্রভাতে তোমার পরশে।


সংস্কার বাঁধন জঞ্জাল স্তূপ
মনের কোনের কালিমা ধূপ
সিক্ত করে স্নিগ্ধ কর,
তোমার করের ঊষার পরশে।


পুরাতন নিশি অবসান সাথে
এসেছে আজি নতুন ভোর,
ক্ষমা করে মোর সকল দোষ,
নতুন ভোরে নতুন করে
ভালবাসতে দাও আর এক বার।


দেশ ও জাতীর কালিমা আজ
ধুয়ে যাক তোমার পরশে,
নবীন প্রভাত আসুক আজ
এ দেশে, এ জাতীর বুকে।


হিংসা বিদ্বেষ হানা হানি
থামুক আজি এ প্রভাতে,
সকল প্রানে সকল মনে
আসুক আজি নবীন ভোর।