গতি হারা নদী চলিতে নাহি পারে
সহস্র শৈবাল রাশি ঘিরে ধরে তারে,
জরা যদি গ্রাস করে মানব শরীর
তিলে তিলে ক্ষয় হয় এই মন্দির।
মনে যদি জমে আবর্জনা যত -
ধীরে ধীরে যাতনা জন্ম নেয় শত,
কুৎসার পঙ্কিলে ডুবে ধীরে ধীরে
মনুষ্যত্ব ভঙ্গুর হয়ে পাশবিকতা জাগে।


হিংসা যদি জন্ম নেয় শিক্ষার মাঝে
শিক্ষা তবে পঙ্গু হয়ে নরখাদক সাজে।
গবেষণাগারে যদি চাষ হয় হিংসা
কি শিক্ষা হয় তবে থাকে বড় জিজ্ঞাসা।