ব্যস্ত জীবনে সময় কম
মাথার ভিতরে জটিল কল,
আবেগ অনুভূতি হারিয়ে গেছে
একবিংশ শতাব্দীর শুরু তে।


মানুষ আজ বজায় না বাঁশী
চরায় না কোন ধেনুর পাল,
আহ্লাদ গুলি যন্ত্র নির্ভর
অকৃত্রিম প্রেমের আলগা বাঁধন।


ত্রস্ত জীবনে সন্ত্রস্ত ভাবে
বাঁচে মানুষ সংশয়ে -
ধরা পড়ার ভয় যে থাকে
পুত্র, কন্যা কিংবা স্ত্রীর হাতে।


মেকী সম্পর্কের চটুল মোড়ক
রঙিন লাগে নেশার ঘোরে
সত্যি সম্পর্ক হারিয়ে গেছে
ব্যস্ত জীবনের খেলার সাথে।