যে ভালোবাসার নিটোল জাল
বুনেছি আমি সারা রাত
তোমার বুকে মুখ গুঁজে,
সবই কি মিথ্যে ছিল!
রঙ্গ মঞ্চের অভিনয়ে।


কাক, যে বাঁসা বাঁধে
ভালোবেসে সুখের খোঁজে
মায়া মমতার সুখের নীড়ে,
সে ও যে, মিথ্যে হয়
ডিম ফুটে কোকিল হলে।


ইন্দ্রপুরীর ইন্দ্রজালে
কত মায়া ছলনা যাদু,
কত ভালোবাসার মধুর কাহিনী
তেতো হয় ভোরের আলোকে।


খোঁজ কারে রাতের গভীরে
আপন করে বুকের মাঝে
সে ও কি তোমার হবে?
না কি অন্য স্বপ্নে বিভোর রবে?


ভালোবাসা যে শর্তহীন
শত চেষ্টা তে আসেনা বসে
রাতের আঁধারে শরীর পেলেও
মন পেলে না কোন কালে।