শান্ত হল কথা বলা
অন্ধ হল চোখের আলো
ছেড়ে গেল পৃথিবী রে।
ছোটো সে হাত বাড়াল না
ভবিষ্যতের বুকে,
হারিয়ে গেল মৃত্যুর গহ্বরে।
তপ্ত সমীরণ, লেলিহান চিতা
পোড়াল তারে নিমেষে,
কুণ্ডলী ধোঁয়া  উঠছে ধীরে -
জননীর বক্ষ হতে।
উন্মাদ জননী খুঁজিছে তারে,
কুণ্ডলী ধোঁয়া মাঝে,
আঁখি তার স্থির, অপলক দৃষ্টি -
খুঁজিছে তার হাত স্নেহের আবেশে -
অস্ফুট সে স্বর- আয় খোকা ফিরে আয়।


আসবে না খোকা আর কোন দিন,
বাড়াবে না ছোট্ট হাত খানি,
বলবে না আর মা বলে,
বায়না ধরবে না আর পূজায়।


(আমার এক ছাত্রের আকাল প্রয়াণে এই লেখা)