যে ফুল ফুটেছে প্রাতে
সন্ধ্যা সাঁজে মলিন হবে,
থাকবে না তার রূপ গন্ধ
ক্ষণ জীবনের মাঝে।
বাতাস তার হরেছে গন্ধ,
রূপ ঝরেছে সময় শেষে,
সন্ধ্যা প্রদীপের শঙ্খ নাদে
বৃন্ত হতে খসে পড়ে।
যে সম্পর্ক তলিয়ে গেছে
অমানিশার অতল গহ্বরে,
তাকে কেন তুলতে চায়
আমার চোখের অশ্রু ঝরিয়ে।
পুরাতন সব স্মৃতির কথা
দিনের শেষের ঝরা পাতা,
দক্ষিণ বাতাসে উড়তে চায়
আপন খেয়ালে আনমনে।
চির দিনের লাগি বন্ধ দুয়ার
ঝরা কুসুমের চির নিদ্রায়
খুলবে না আর তোমার লাগি
ভালোবাসার মধুর ছোঁয়ায়।
তখন যদি আস কাছে
নীরব কোন জোছনা রাতে
চাঁদ হয়ে দূর গগনে,
পরশ না করতে পারি
দূর হতে থাকব চেয়ে।
আস যদি গন্ধ নিয়ে
সমীরণ হয়ে কুঞ্জ বনে
থাকবে তুমি জড়িয়ে আমায়
অদৃশ্য এক মধুর মায়ায়।
ঢেউ হয়ে এসো কাছে
আনমনা আমার মাঝে,
যখন আমি ছড়িয়ে দেব -
পা দুখানি নদীর জলে।
এসো তুমি আমার কাছে
আমার হয়ে আমার মাঝে
অশ্রু হয়ে চক্ষু সাথে,
যাতে কেউ বুঝতে নারে
তুমি আছ আমার মাঝে।