কান্ন হাঁসির দোলা চলে,
জীবন নদী বহে চলে -
  থামতে না রে কোন খানে,
পলকে পলকে ঢেউ যে আসে।


বহতি তরণী চঞ্চল হয়,
পলকে পুলকে মৃদু মন্দ বায়
জাগাইছে স্মৃতি বিস্মৃতি হতে -
কালের কোন খনি থেকে।


   হায়রে জীবন ............,
পথ চলিতে কত যে স্মৃতি,
কত ভালোবাসা, কত যে গীতি,
রচেছি আমি জীবন জুড়ে
সবই আজ ব্যর্থ পরিহাসে
স্রোতে মাঝে হারিয়ে গেছে।


জীবন চলেছে জীবন টেনে,
অমোঘ সেই সত্য পথে -
তাইতো আজও বেঁচে থাকি
শুধু তোমায় ভালোবেসে।