জীবন তরি এগিয়ে চলে
অচেনা কে চিনে চিনে
শূন্য তরি পূর্ণ হয়
অভিজ্ঞতায় সিক্ত হয়ে।
ভয় কি তবে অচেনা কে
চলার পথে নেব চিনে
সাহস টুকু থাকুক প্রাণে
অচেনা কে চেনার টানে।
জীবনের টানে জীবন চলে
নতুন পথে নতুন দিকে
জীবন সরসী পূর্ণ হয়
বিন্দু বিন্দু মধু দিয়ে।
অচিন পথের বাঁকে বাঁকে
আশা নিরাশার দোলা চলে
পথিকের মনে শঙ্কা জাগে
ভাগ্যফলের গুণিতকে।
এই যে হিয়া থর থর
শঙ্কা জাগে অবিরত
জীবন পথের পথিক আমি
পা বাড়াবো ভবিষ্যতে।