নিশীথে তুমি জ্যোৎস্না হয়ে
এসো মোর বাতায়নে,
রাখব আমি জানালা খুলে
থাকব তোমার পথ চেয়ে।
স্নিগ্ধ ঊষা গায়ে মেখে
আসবে তুমি আবীর নিয়ে,
ধরবো তোমায় জড়িয়ে আমি
ভোরের পাখী হয়ে।
এসো তুমি দখিন বায়ে
উষ্ণ বক্ষ শীতল করে,
সাজিয়ে দেব খোঁপা তোমার
আগুন রাঙা পলাশ দিয়ে।
আসবে তুমি আল ধরে
আমার তরে খাবার নিয়ে,
সারা দিন করবো কাজ
তোমার পথ চেয়ে।
জ্যোৎস্না রাতে নদীর পাড়ে
বেণু হাতে রইব বসে
নাচবে তুমি আমায় ঘিরে
নূপুর পায়ে পায়ে।