সাঙ্গ করি ভবের খেলা
তুমি যাবে কোন খানে
কেউ তা জানে না,
তবুও বাঁচতে হয় জীবন মাঝে
রাখতে হয় জীবন বাজী
খেলতে হয় কপট পাশা
বুঝেও না বোঝার ভানে।
যাত্রা নাট্যের কুশীলব
জানে কি হবে শেষে
তবুও ফোটাতে হয় অনুভূতি
না জানার ভান করে,
পালা ময়।


জীবনের ভার গড়িয়ে চলে
চড়াই উতরাই অনুভূতি নিয়ে,
অহম্‌‌ -প্রেম-ঘৃণা বিদ্বেষ
লাভ ক্ষতির নিক্তি মাপে
সরণে শূন্য, পরিণতি পরে।


বিদ্বেষ যদি বিদ্বেষ আনে
প্রেমও তবে তাই আনে,
জীবন শেষে জীবন লাগে
বিদ্বেষ করে কি পাবে?
আজকে তুমি মার যারে
জীবন শেষে লাগবে তাকে
নিথর দেহ নিয়ে যেতে
অন্তিম যাত্রায় শ্মশান পথে।


হায়রে ভাগ্য কি নিঠুর বিধান তব,
সারা জীবনের সুখ্যাতি
অথবা কোন কুখ্যাতি,
নিমেষে তা উড়ে যাবে
আপন চেনা বৃত্ত মাঝে।
তুমি কেবল অতীত হবে
কালের অতলে তলিয়ে যাবে
নব নব কোলাহলে -
তোমার কথা ফুরিয়ে যাবে।


এত যে ভণিতা, এত যে সংলাপ
অন্তিমে এসে হবে শেষ
তবুও জীবনে বাঁচতে হয়,
শুধু জীবনকে ভালোবেসে।