তহ্নি তরুণী যৌবন ঢালি
  প্রলুব্ধ করে নয়ন কাজলে,
বন্ধনহীন কবরী এলায়ে
গন্ধ ছড়ায় তপ্ত বায়ে।


চঞ্চল চপলা আঁখি তার,
দামিনী আলোকে পাগল পারা,
কৃষ্ণ কালো মেঘ তারা
বৃষ্টি ফটিকে কখনো হারা।


কখনো তারা স্নিগ্ধা ভরা,
কোমল পরশে হৃদয় হরা
হৃদয় চুরে দখিন বায়ে
পূর্ণ শশির জোছনা হয়ে।