মায়াবী মরীচিকা
         আশা জাগায়,
পিপাসু মন,
          তাই ছোটে -
তারই মায়ায়।


প্রেম পীযূষে মাখা
         তন্বী কায়া,
তটিনী তরঙ্গে
         পাগল পারা।
রূপ লাবণ্য
          মদিরা মোহে,
চোখে আমার
           নেশা লাগায়।


পিয়াসী মন,
          ভ্রমরা হয়ে -
ছুটে মরে
         মধুর আশে,
মরসুমি তন্বী
            রঙ বদ্‌লায়,
যৌবন তরঙ্গে
              উতলা হয়ে।