হে সৃষ্টির স্রষ্টা -
তোমারই হাতে গড়া এই পৃথিবী,
তার আজ ভারী অসুখ,
ব্যথা তার সারা অঙ্গে
অসহায়, নিরুপায়।
তুমি কেন দেখছ না !
তোমার মননের সেরা সৃষ্টিকে
মরছে আজ তিলে তিলে
অসহায় মানুষ কাঁদছে অঝোরে
হারাচ্ছে স্বজন প্রতি ক্ষণে
শেষ বিদায়েও সঙ্গী নেই তার।
একি তোমার কঠিন সাজা,
অবাধ্য ছেলের দুষ্টামি র ফল,
তোমারই তো ছেলে এরা সব
যতই তারা বেয়াড়া হোক।
হাতটি ধর কাছে এসে
মুক্ত কর সাজার বাঁধন
দেখতে দাও আর একটি ভোর
তোমার কাছে মিনতি মোর।