রবির করাঘাতে খুলিল দুয়ার
জাগিল বিশ্ব সংসার,
তরুণ রঙে রঙিন ধরণী
ছড়াইছে রূপ গন্ধ কানন মাঝারে।
ধরণী কাঁপিল থর থর বেগে
লক্ষ জীবের পদচারণায়,
ভাঙিল ঘুম জাগিল অবচেতন মন
চেতনার আবেশে।


লক্ষ জীবের লক্ষ আশা
নব নব চিন্তাধারা,
ভাঙিছে গড়িছে পুরা-নবিরে।
পৃথ্বী ভরিল আনন্দে
নব প্রভাতের কাকলির তানে,
সাজাল ডালি বনের মালী
রঙিন বর্ণালীতে।


করিতে দান দিয়া মন প্রান
অঞ্জলি করিল দান,
রাশি রাশি গন্ধ, জাগিল ছন্দ
জীবজ স্পন্দনে।