আমার নয়ন তারায় রয়েছ তুমি
আঁখির পাতা যায় না ঢাঁকা,
বাইরে ভেতরে তোমায় দেখি
গহন মায়ায় সারা বেলা।
শয়নে স্বপনে নিশি দিন সাথে
মরমে আমি মরেছি ঘাতে,
তোমার আশায় রয়েছি বসে
       দিবস রজনী।
আজিকে ভাবি আসবে তুমি
সাজাই থালা গাঁথিয়া মালা,
মালার ফুল শুকিয়ে যায় -
ক্লান্তি নামে আঁখির পাতায়।
না পেয়ে তোমার দেখা
মনে ভাবি, দিয়েছ ফাঁকি তুমি বুঝি
তড়িৎ হেঁসে সাঙ্গ করি
তোমার যত উপচার।
সব ফেলে নদীর জলে
স্নান সেরে চেয়ে দেখি,
তুমি এসে দাঁড়িয়েছ
আমার হাতেক দূরে!
স্মিত হেঁসে বললে তুমি
  এই চেয়েছি বটে।