ভরা সাঁজি আছে পড়ে
বিষণ্ণ সুর চারি দিকে
আকুল করে অস্থির বাতাস
চিত্ত যেথা থাকেনা স্থির।
সারা জীবনের সঞ্চয় রাশি
ছড়িয়ে থাকে পথের ধূলায়
কীর্তি-মান-যশের গরব
অতল তলে তলিয়ে যায়।
জীবন মোহ থাকে না আর
আমার আমিত্ব ঘুচে যায়,
সাঙ্গ হয় দেওয়া নেওয়া
ভুবন পারের সওদায়।