অলিক সুখের মায়ার লাগি,
দেখ না স্বপন কোন দিন
ও তোমারে, কাঁদাবে শুধু
দিবে ফাঁকি সারাক্ষণ।
মাটির কাছে থাক শুধু,
পাবে আনন্দ অনেক গুন
ধুলা মেখে মাঠে দাঁড়াও,
পাবে তুমি মনের সুখ।
যুগ যুগের আশা-নিরাশা
মাটির কোলে হয় যে হারা
তার মায়া ছিন্ন হলে
পাবে কি আনন্দ জীবন জুড়ে?
গন্ধ মাখ দু হাত ভরে
স্পর্শ কর সবুজ ঘাস
সোনালী রোদ গায়ে মেখে
রামধনু দেখ দুচোখ ভরে।
মান অপমানের বাঁধন ছিঁড়ে
উচ্চ সুখের নেশা ছেড়ে
সবুজ হাওয়া তে ভাসিয়ে দাও
মনের যত রঙিন মেঘ।