যার লাগি বেঁধেছ ভবন
ভুলবে তারা আনমনে,
নিজের ভুবন ভরবে তারা
তোমার কথা হবে সারা।
যাদের লাগি হল সারা
সুখের স্বপন হল হারা,
তারাই আজ ঝাপসা দেখে
তোমার কথা পড়ে না মনে।
যাদের পায়ে শক্তি যোগাতে,
পঙ্গু হলে শক্তি দিয়ে
তারা আজ বাড়ায় না হাত
ছোট্ট বেলার কথা ভেবে।
তুমি সব দিয়েছ তাদের
ভালোবেসে সন্তান স্নেহে,
তারা শুধু ভাবে মনে
কর্তব্য শুধু হয়েছে তাতে।
তারাও এখন আমার মতো
সংসার বাঁধে ভালোবেসে,
দিনের পরে রাত্রি আসে
কালের নিয়মে নিশ্চিত ভাবে।