পরাজিত সৈনিক আমি
অট্টহাসি চারি দিকে
চারি দিকে কুটিল হাঁসি
আমার দিকে তাকিয়ে থাকে,
অসহায় আমি সবার মাঝে
বিষম বেদনা বুকেতে বাজে
পরাজয়ের গ্লানি মেখে,
আমার মাথা নত যে থাকে।
বিষম ব্যথা বুকেতে চাপি
আবার আমি উঠব জাগি,
প্রাণ চঞ্চলে ভরব আমি
আমার কঠিন বাহু বলে।
সহজে আমি হারব না যে,
দৃঢ় প্রতিজ্ঞা আমার কাছে
আমার কাছে আমি ঋণী
জন্ম থেকে মরণ মাঝে।
আবার আমি জাগব ধীরে
সব অপমানের গ্লানি ধুয়ে
নতুন প্রভাত কে আনব আমি
আমার কঠোর পরিশ্রমে।