প্রভাতি আভায় কুয়াশা মেখে
হিমেল পরশ ছড়ায়ে বায়ে
পূব রবি আঁখি মেলে
করুণ সুর বাজিয়ে প্রাতে।
শিমুল দল ছড়ায়ে নিচে
প্রেমময় ধুলিকা মাখে,
গভীর প্রেম লুটায়ে পড়ে
ধরণীর পরে আলপনা আঁকে।
ফাগুনে আজি দখিন মলয়
শিমুল আজি হয়েছে পাগল,
প্রেম ভরা রক্তাঞ্জলী
ঢালিছে ধরণী পরে।
আজি সে বাঁধন হারা
মুক্ত বিহঙ্গ যেমন পারা
শিমূলের ভালোবাসা
ধরণী পরে হয়েছে হারা।