ধরণী আজ ভরেছে রঙে
সেজেছে পলাশ শিমুল,
দক্ষিণ সমীরে মেলেছে ডানা
হৃদয় হয়েছে ব্যাকুল।
গাছে গাছে নবীন শাখে
ভোরের আলো নাচছে আজ
খিল খিলিয়ে হাসছে রবি
আবীর মেখে গায়।
আমের মুকুল ছড়ায়ে পথে
মরমী বাতাসের পরশ চুমে
সজনে ফুলের মধুর লোভে
ভ্রমর উঠে মেতে।
রাগে-অনুরাগে-পুষ্প-পত্রে
রঙিন হয় ধরিত্রী
"ভারতে ভাতু ভারতী"
সেই রঙের ই আরতি।
জীবনের পথে পথে
মুহূর্ত গুলি রাঙিয়ে নাও
দুঃখ গুলি ভুলে গিয়ে
আনন্দ কে বিলিয়ে দাও।