ভালোবাসা হারায় যখন গহন অন্ধকারে
অমানিশার কালিমা তখন জাগে মনে প্রাণে,
অস্ত রাগের পথ চেয়ে,
অসহনীয় বেদন বাজে, করুণ সুরে
বারে বারে।
যে কথা হারায় শেষে চপল প্রেমের মাঝে
তারে কি আনা যায়, শত খোঁজার শেষে!
শারদ প্রাতের ছিন্ন শশী
ওঠে কি কভু বৃন্ত পরে,
শূন্য হিয়ায় আসে না ফিরে
পুরোনো প্রেম বারে বারে?
যে সুধা হরেছে বাতাস
আসে কি কভু পুষ্প দলে?
যতই লুটাক প্রসূন রাশি
মাটি চুমে বারে বারে।
তোমার আমার বিরহ প্রেম
আমার মাঝে অমর হবে
কাদম্ব-কাঞ্চনে থাকবে সেটি
বর্ষা স্নানে পরাগ মেখে।