চাইনা আমি লিখতে কোন
আহ্লাদে ভরা কবিতার লাইন,
চাইনা, আমি লিখতে কোন
রোমান্টিক প্রেমের স্বপ্ন গুলো।
বাক্য চটুলতা, বাক ভণিতা
এসব কেবল সাজানো কথা,
পেটে - পিঠে, কীল খেলে
ঐ সব কথা যাবে উড়ে।
আমি চাই কাজের কথা,
মেদ বিহীন সোজা কথা,
বলতে চাই তাদের কথা
সকাল থেকে খাটছে যারা,
গাঁইতি সাবল হাতের কথা
মেহনতি আর মজদুরের ভাষা।


যাদের ঘরে স্বপ্ন মরে
লোকের ঘরে স্বপ্ন জ্বেলে,
মেদবহুল হাই সোসাইটি
ওদের তেলে স্বপ্ন জ্বালে।
ওদের স্বপ্ন ডুকরে কাঁদে,
নুন আনতে পান্তা সরে,
ওদের তরে কেউ কাঁদে না
কাঁদার কেবল ভান করে ।