জ্যোৎস্না রাতে, শ্বেত পাথরে
চাঁদের হাঁসি বাঁধ ভেঙেছে,
গড়িয়ে পড়ে গলানো রূপোয়
শুভ্র পাথরের বক্ষ চুমে।


যমুনা নদীর ওপারে -
নীরব নয়ন বন্দী থাকে,
অশ্রু তার গড়িয়ে পড়ে
ভালোবাসার পথ চেয়ে।


রাশি রাশি, ভারা ভারা
রত্ন রাশির গিরি চূড়া,
অমর কাহিনী তে ভরিয়ে রাখে
গোপন কথা বুকেতে চেপে।


বৃদ্ধ শাজাহান আজও চেয়ে
মমতাজের সমাধি পরে,
ভালোবাসার অমর কাহিনী
বেঁচে থাকুক তাজমহলে।


( কৃতজ্ঞতা স্বীকার - "চাঁদের হাঁসি বাঁধ ভেঙেছে" ও "রাশি রাশি, ভারা ভারা" লাইন দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী থেকে গৃহিত )