পড়িল বাধা রবির খেয়া পশ্চিম দিগন্তে
আভা তার ম্লান, মুখেতে মুচকি হাঁসি,
দূর দূ-র পারে পূব দিকে সন্ধ্যা নামিছে ধীরে।


নদী জল কুলু কুলু বেগে বহিছে মন্দ সমীরে,
কল কল রবে আসিছে ফিরে ঘরে
খেলা গেহ হতে দলে দলে।
কল কাকলিতে আসিছে নীড়ে ক্লান্ত নীড়বাসী
শান্ত পথিক, ক্লান্ত পদ চলিছে ধীরে ধীরে।


দিক দিগন্তে নামিল আঁধার
ঘোমটা খানি টেনে
একাকার করিল দ্যুলোক ভূলোক
পড়িল ঢাঁকা কালো চাদরে
অন্ধকার করে দিক দিগন্ত।


বাজিল শঙ্খ  জ্বলিল সন্ধ্যা প্রদীপ
রমণীর হাতের পরশে,
শান্ত হল কোলাহল, শান্ত হল মানুষ
বিশ্রাম পেল পৃথিবী লক্ষ পদ চারনা হতে।


জাগিবে রাতে লক্ষ বাতি
আকাশ মাছে শশি সাথে
নামিবে শেষে ঘুম জড়ানো চোখে
নব প্রভাতের পুষ্প দলে।