আমি সাজিয়েছি ফুল সাজিয়েছি মালা
তোমার পূজার আয়োজন করেছি আমি খাসা,
ধুনা জ্বেলেছি, প্রদীপ সাজিয়েছি
গন্ধ দিয়েছি ঢালি সর্ব দিক পরে,
কত লোকের আনাগোনা কলরব মাঝে।
চারিদিকে খুশির হাওয়া -
আমার নাম মুখে মুখে,
মিটি মিটি হাঁসছি আমি সবার দিকে চেয়ে।
আনন্দে আমি গদ গদ
দেখছি লোকের সমাগম
চারি দিকে হুল্লোড় হাসি তামাশার কলরোল।


তোমার পূজার আয়োজন মাঝে
তোমার কথা নেই যে মনে,
বাকি সব মনে পড়ে
ভক্তি টুকু ছাড়া।
তুমি বুঝি এসেছিলে নিঃশব্দে নিশীথে
এসেই বুঝি চলে গেছ আয়োজন দেখে।


স্বর্ণালঙ্কার রাশি রাশি খুশির হাওয়া বারমাসি
ভক্তি খানি ভাটার টানে গেছে বুঝি চলে,
তাইতো তোমার আসা যাওয়া
পড়েনা না মোর চোখে।


তুমি যে অহঙ্কারী নির-অহঙ্কারের মাঝে
তোমার আসন পাতা আছে
শান্ত  তরু ছায়া মূলে,
যেথায় আসি সকল ব্যথা
সকল দুঃখ দৈন্য দশা
মিশে যাবে ধূলা পরে,
সকল অহং সকল লোভ
সকল ব্যথা সকল আশা
শূন্য তে হয় শেষ।