শৈশব প্রাণ চঞ্চল এমন,
মানতে চায় না কোন বাঁধন
ভাঙতে চায় অবিরত, জীর্ণ পুরাতন।
লোকাচার, নিয়ম কানুন,
বাঁধনে বাঁধা সকল ফানুস,
নবীনের পদতলে পড়ে ভেঙে ভেঙে
প্রবীণের সাজানো বাগানে।
কীর্তি যশ  রাশি রাশি
থাকে না তারা সারি সারি,
তবুও নতুন কে করে স্বাগতম।
নবীন যৌবনের দূতের দল
ভরাও ধরণী ফুল দল
দীপ্ত তেজ জ্বালি।
সাহস আছে বুকের মাঝে
শক্তি আছে বাহু মূলে
কোন বাধাই থাকবে কি আজ
তারুণ্যের সামনে এসে?
সকল বাধা টুটবে আজি
সকল কালিমা যাবে মুছি
সাতটি রঙে রাঙিয়ে দেবে
সূর্যের সব আলো খানি।