তোমাকে সেখানেও দেখলাম না
রোদ এনে দেবে বলে সেই গেলে ফিরলে না আর
আমি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস যুগে যুগে থেকে যাবো
শুধু তোমার পথ চেয়ে চক্রবুহ্যের অভ্যন্তরে।


নিথর দেহ আজ দোফলা বীজের ঘুর্ণীটানে
কাঁকিয়ে ওঠে বারে বারে যুগে যুগে।
রোদ এনে দেবে বলে সূর্য থেকে
যে দুবার জন্মেছে তাকে।


আমি আত্মসর্মপন করেছি মাটির কাছে
শুধুই তোমার কথায়।


আমার দেহের চর্তুদিকে ভাইরাসের জটলা
অর্ধমৃত,গলিত অর্ধাংশ, তবু তোমার আশায়।
রোদ এনে দেবে বলে সূর্য থেকে
যে ভালোবেসেছে তাকে।