যে মানুষ এসেছিল বেলাবেলি
শাপলার গন্ধ বুকে নিয়ে
হলদে রঙের প্রলেপ মুছিয়ে
সবুজের ছোপ দেবে বলে।


যে পাখি উদারতার স্বপ্ন দেখায়
নীল আকাশের বুকে ভেসে
আজীবনের শপথ নিয়ে
অতীত, বর্তমান, ভবিষ্যতের।


যে ফুল সুন্দরের ছবি ফোটায়
পোড়া মুখমন্ডলের, পোড়া হৃদয়ের
প্রতিটি মানুষের অন্তর কোণে
যা চিরদিনের বাসনা।


যে কবিতা সংর্কীনতা মোছায়
একটি,দুটি,প্রতিটি হৃদয়ে
মনের মলিনতা দুরে ফেলে
গন্ধ হীন, রূপে ভরিয়েছে পৃথিবী।