অনেক বসন্ত পেরিয়ে
কত কথা, কত স্মৃতি, এত মুখ
গোরিলা হাসি, মরু অভিযাত্রী একদল
হিমেল হাওয়া ও মন্থর কুটিলতা দেখেও
যখন দেহের তৈলাক্ত লাবন্য
মাখন রঙের শরীর ঘিরে
আমার রক্তের আকর্ষন বাড়ছিল।


অহরহ জাল বোনা
কথা ঘিরে, স্মৃতি ঘিরে,মুখ ঘিরে
তোমার ঠোঁটের আড়ালে লুক্কায়িত কঠিনতা দেখেও
বুকের ভিতর প্রভাবিত নর্মদার ধারা
এখনো প্রবাহমান কেন? যখন
অনেক বসন্ত পেরিয়ে এসেছি তখনও।