জীবনের হিসেবটা মেলানো জটিলতম
কড়ি বরগার বেলায় কেমন ধোঁয়াসা।
চোখের সামনে কার কাটা হাত
অন্ধকারে রক্তচক্ষু দাউ দাউ শিখা
চেনা মুখগুলো চিনতে চিৎপাত।


শোন, উতলা হাওয়া
জীবন কতটা কি পেল পৃথিবীর কাছে
ভুতুড়ে রেডিওর শব্দ
কালি ভর্ত্তি লন্ঠনটা প্রায় নিভে গেছে
মুখোমুখি হওয়ার মতো কেউ নেই।
একটু পরে ঝড় উঠবে হয়তো
পৃথিবী ধ্বংস হোক
প্রিয়ার দেহটা ভেসে যাক ঝড়ের তান্ডবে
আমি আছি, থাকবো
আমার আত্মা আছে, থাকবেও
রক্ত মাংস সব ধুয়ে যাক
হাড় খুলি থাকুক শেষ পর্যন্ত
তার মজ্জার ভেতর আমি থাকবো।


শোন উতলা হাওয়া
ভাঙাচোরা মনের আর্তনাদ
কি নামে ডাকবো মনে নেই
তোমার সাথে তোমার নাম হারিয়েছি কবে থেকে
চাঁদের কাছাকাছি নতুন তারা তুমি
হারিয়ে যাও অনেকের মাঝে।
ফুটপাতে রাখা পা টলতে থাকে
পার্কে চোখ গেলে মনে করায় পুরনো দিনগুলি
আয়নায় মুখ দেখা যায় না - কঙ্কাল
বল বেরিয়ে যাওয়া ডট পেন - স্তব্ধ
কম্পউটারের ফাটা পর্দা- নিস্তেজ
জঘণ্য রাস্তার মোড়, ঠান্ডা চায়ের কাপ
এক ঘেয়ামি কফি হাউস
জনারন্য ফুটপাত, বিলাস বহুল দোকান
পান দোকানে শরীরি বিজ্ঞাপন।
মনে পড়ে না তোমার নাম
সেকেন্ড ক্লাস ট্রেনের কামরা,হকারের হইচই
তারপর গ্রামের মোড়, অন্ধকার মাটির রাস্তা
চোলাই খাওয়া দু-একজন
নির্জন কুঁড়ে ঘরে মাটিতে ছেঁড়া কাঁথা
নিশিন্তে ঘুম।
তোমাকে স্বপ্ন দেখা
তবু,মনে পড়ে না তোমার নাম।


শোন উতলা হাওয়া
ভালোলাগা না লাগা তোমার কাছে শেখা
ভালো লাগে না কেন ? হারিয়ে যাওয়া পুরানো গান
ভালো লাগে না কেন ? ফুল গাছে নিস্পাপ ফুল
ভালো লাগে না কেন ? কোকিলের মিষ্টি সুর
ভালো লাগে না কেন ? পাহাড়ের নিশ্চুপ সন্ধ্যা
ভালো লাগে না কেন? মহুয়ার নেশায় বুঁদ হওয়া


তবু,
ভালো লাগে -নদীর ধারে দাঁড়াতে
ভালো লাগে -বালিতে আঁচড় কাটতে
ভালো লাগে- আনমনে ঢেউ গুনতে
ভালো লাগে-কথার জন্য কথা বলতে।


শোন উতলা হাওয়া
জীবন হারিয়ে যায় তুচ্ছ জীবনের মাঝে
শিশুর মন ভোলানো হাসি
বৈশাখের রোদে দুরন্ত ছোকরা
হারিয়ে যাওয়া উড়ন্ত বাজপাখি
কুলুপাড়ার ঘর ঘর শব্দ
পাড়ার ছেলের অশ্লিল খিস্তি
পুকুরে ঘোমটা টানা বধূ
ন্যাংটো ছেলের পুকুর দাপানো
পিঠে ব্যাগ স্কুলের ছাত্র
ভাঁড় কাঁধে দইওয়ালা
বাচ্চা কোলে সাঁওতালী
ভিকিরীর লোভনীয় চাউনি
ঝোলা কাঁধে পুজারী বামুন
জেলের ঝুপ করে জাল ফেলা
মোড়লের ছাতা মাথায় দ্রুত গমন
আলসামিতে ভরা নেড়ী কুকুর
দুষ্টু চাউনি ভরা বিশাল ষাঁড়
বাঁকা বুড়ির ক্ষুর্ধাত মুখ
তুচ্ছ জীবন মিলেমিশে একাকার
হয়ে যায় প্রতিটি জীবনের সাথে।