কঠিন আগল সরিয়ে অস্থায়ী জীবনে
লক্ষ্মীছাড়া করলে যেদিন
ডোবা পুকুরের মতো থমথমে রাতে
তুমি হলে একুশে সেদিন।


উদ্দাম জলসাজে পেলব তরঙ্গমালায়
আদিম আপেলের খোঁজে
আমার চিবুক ছুঁয়ে পুরন্ত উপভোগ
অপরাজেয় ওড়নার নাচে।


তারপর সব ইতিহাস প্রমানসাপেক্ষ
শান দেয় স্মৃতি সব উদ্ ভ্রান্ত
নিঃসীম অবশ্যম্ভাবী ভালবাসা
আড়ষ্ঠ উপেক্ষিত ও ক্লান্ত।


নোনাজল শরীরে প্রবাহিত ধারা
চর্তুদশীর চাঁদ নিঝুম চরাচরে
ব্যার্থ প্রহসনে প্রাচীন নগ্নতায়
আমার অন্তঃস্থলে মিশেছে একেবারে।


তবু তুমি একাকী কপালকুন্ডলা
অরন্যে সর্বক্ষনে আমার জপমালা।