তোমরাভেবনা,কেন দোটানা কেন হও অস্থির
বিপ্লবী প্রাণ ,পেয়েছে সন্ধান,আকাশে দেখে আবীর ৷
ঘরে তোল ধান ,কর অবসান সে ক্ষুধার আক্রমণ
তবেতো সহিবে,হৃদয় দহিবে হবে যে রক্তক্ষরণ ৷
বাঁশের পাতার করাতের ধার আজ ওরাও প্রস্তুত
ওরাতো জেনেছে মরমে বুঝেছে শিয়রে ঐ মৃত্যুদূত ৷
মানুষের হাড় ধরে হাতিয়াড় ফে’লে ভিক্ষার ঝুলি
না হ’য়ে যান্ত্রিক হ’য়ে তান্ত্রিক খোলে নয়নের ঠুলি ৷
জাগে খোলাছাদ জাগে ফুটপাত পথের ধারালো নুড়ি
জাগে মজদূর নাপিতের ক্ষুর কামারের ঐ হাতুড়ি
এস সৈনিক দেখ দৈনিক কত নয়া সেনা গড়ে
মৃত্যুর প্রতি ওরা সম্প্রতি জেহাদ ঘোষণা করে৷
প্রস্তুত মাটি যুদ্ধের ঘাঁটি এবার তৈয়াড় হবে
আর দেরী নয় হয়েছে সময় দেশের সম্মান রবে ৷