ফাগুন মাঝে এল রঙীন দোল
          চারিদিকে তাই শুনি ওই কলরোল
                  হরিবোল বলে মৃদঙ্গ ও খোল
                 হৃদয়ে জাগে সবার আনন্দরোল ্।।
                  সকলেরে দিতে পুরা আনন্দ
                 কেহ যেন না থাকে নিরানন্দ ,
                  আর না থাকে কোন ভেদাভেদ
                   এদিন কারো মনে রেখোনা খেদ ।
                  মহাপ্রভুর এই মহাসন্দেশ
                 ছুটে যায় দেশ থেকে বিদেশ ।
                 তাই রঙ মেখে মাতিআজ দোলে
                 ভাই ব’লে টান তাই সবে কোলে ।
                  ভিতরে রক্তের দেখি একই রঙ
                  তবে বাইরে কেন বয় ভিন্ন তরঙ ,
                 মন তন কেন করি বল খিন্ন
                 সব হবে এক রেখে প্রেমচিহ্ন ৷