নববর্ষকে                —
       কোন শুভক্ষণে স্বাগত জানালে প্রথমাকে
        বসন্তের মুকুলিত প্রান্তরে সরিয়ে দূষণ
        ভোগের চরম মুহূর্তে পড়ালে কি তাই
        তাকে ত্যা গের  গৈরিক ওই ভূষণ ৷
        নিদাঘের তপনপ্রভাবে রিক্ত ক’রে সবে
         কেন বসুন্ধধরার ভৌম সম্পদে তুচ্ছ মেনে
        নূতন বৎসরে জানালে তীব্র আহ্বান ?
         কারণ জানতে তুমি নিশ্চয় ,
         যন্ত্র্রণার গভীরে না গেলে
         মেলেনাতো সৌভাগ্যের সন্ধান ৷
         আর নবজাতকের সব ভাঙচু
         খেলার পরিকল্পনাতেই দেখি যে
         নতুন সৃষ্টির কল্পিত সমুথ্থান  
         ঐ  সব চিন্তার মূলেই যে আছে
         আজকের নবববর্ষের দীপ্ত সম্ভাষণ ৷
          ভূমার সম্পদেইআর শুধু নয়
          মানসিক সম্পদেরও দীপ্ত গৌরবে
          প্রতিষ্ঠিত হোক তার স্বর্ণ আভরণ ৷৷
           স্বাগত আজ তাই চৌদ্দশ চব্বিশ
          সুখে দুখে মেলা সুবর্ণদিন অহর্নিশ ৷


               সময়