যেদিনের প্র্রতিক্ষায় চঞ্চল মনটার
          দিশা হয় স্বপ্ন ভেঙ্গে জীবন গড়ার ,
         তা কোন একার নয় ,জাতির-সবার  ।
         গড়তে গিয়ে ভেঙ্গেছি অনেককিছু
        তবুও জড়তা ছাড়েনি দেখি পিছু ,
       সহজেই   ভেঙ্গেছি অনেক নীতির বন্ধন
       পারিনি ভাঙতে বহু ঐতিহ্যের নিরেট মন ,
        তবে গড়ার কাজে সবে হতে চায় সামিল
        মাত্র কয়েক ঘরে এখনো খোলেনি খিল ।।
        সেই মীরজাফরেরা এখনো রয়েছে দ্বিধায়
         মন খুলে মানতে পারেনি জাতির সাধনায় ।
         ঈশ্বর যেন দেন তাদের অশেষ সুমতি ,
        তবেইতো জাতির কল্যাণে আসবে গতি