- অবসর -
বিশ্বজিৎ চট্টোপাধ্যায়


ভাদরের কাল থেমেছে বৃষ্টি শিশুরা মেতেছে খেলায়
পাবে কি পাবে না অবসর তাই আনন্দে ডুবে এ বেলায় ,
ছোঁয়াছুঁয়ি আর লুকোচুরি, কত হাসির ফোয়ারা ছুটে -
খেলে শিশুদল মাতে চারিদিক , বড়রাও এসে জুটে ।
ফেলে এসেছে কবে শৈশব আজ ফিরে পেতে চায় তারে
উৎসাহ দেয় শিশুদের আর মন ডুবে হাহাকারে !
দুনিয়ার যত ভাবনা এসে খুশীরে করেছে মাটি
বাড়বাড়ন্ত প্রতিযোগিতা হৃদয়ে গেড়েছে ঘাঁটি ,
এত বোঝা দিয়ে জীবনে শেষে আনন্দহীন প্রাণ
শিশুদের মাঝে নিজেদের এনে খুঁজছে ক্ষণিক ত্রাণ ।
শনিবার আজ হয়েছে রাত্রি ঘরে যেতে নাই তাড়া
কাল রবিবার দেরী করে ওঠা নেই কো শাসন কড়া
নিজেরা হারিয়ে শৈশব আজ খুঁজে পেতে চায় এসে -
শিশুদের মাঝে, শিশুরা ভাবছে বাবা মা কেন আজ এসেছে বন্ধুবেশে !