তোমরা কি মোদের ভুলে গেছ ? সামনে দাঁড়ালে বলো - কে ?
আমরা অতীতের কিছূ আগুন ঝরানো দিন, আসি ইতিহাস থেকে ।
আমরা নহিযে শুধুই রচনা মিথ্যের জালে ভরা ,
আমাদের নাম " বিদ্রোহী" চেনে এ বসুন্ধরা ।
চাইনি আমরা গদি মসনদ্  করিনি কো তোষামদ্ -
অন্যায়ে ক'রি প্রতিবাদ , তুচ্ছ করিলাম রাজপদ ।
আমরা জগতে আলোড়ন তুলি , দুর্বলে দিই পাওনা,
"শহীদ হয়েছি" তোমাদের ত'রে তবু জানতে তোমরা চাওনা।
আমরা ছিলাম বোধ বুদ্ধি শক্তিতে ভরপুর
শিক্ষায় সেরা, তবু রঙিন স্বপ্নের হাতছানি করি  দুর -
সঁপিলাম প্রাণ মাতার চরণে আতুরে সেবিব বলে,
অন্যায়ে করি প্রতিবাদ তাই আগুন উঠিল জ্বলে।
আসিল প্রথমে উপঢৌকন- "আজগুবী দাবী ছেড়ে" -
তোমরাও এসো ভাগ করে নিই অন্যের দাবি কেড়ে,
সমভাগে ভাগ করিয়া ক্ষমতা অপরের ধন হরি -
রাজসুখে বাস করহ ধরায় , এসোনা মিতালী করি।
মানতে পারিনি অন্যায়,ছল,কপট,চতুর খেল
"না" শুনিতেই বিচারক রাজা বিনা বিচারেই দিল জেল।
অনেক শাসানি অনেক লালসা যখন না করিল কাজ
ফাঁসি, গুলি আর গুপ্ত হত্যায় মাতিলেন মহারাজ।
জন গণ বলে বিদ্রোহী মোদের "বিপ্লবী" নামে চিনে,
রাজার কাছে সন্ত্রাসবাদী সেই সে অগ্নিদিনে।
মুছিতে মোদের ইতিহাস থেকে কত কসরত করে
সরকার নব ইতিহাস রচে, নিজ গুণগান ভরে।
সে গানের সুর কখনো যখন বেতালে বেসুরে বাজে
হঠাৎ হঠাৎ সেই ইতিহাস ফেরে আমাদের খোঁজে।
সাজো সাজো রব পড়ে যায় , যদি সত্যি বেরিয়ে আসে
কেমনে জনগণকে ফিরে পাবে আপনার পাশে।
প্রাণপণে করে প্রয়াস মোদের   স্মৃতিটি বিলোপ তরে
মিথ্যে কাহিনী গড়ে ইতিহাসের পাতাটি ভ'রে।
কখনো কখনো এমনি সত্যি বেরিয়ে আসিলে মোরা -
ফিরে আসি জানিতে মোদের মনে কি রেখেছে ধরা ?
তোমরাও জেনো যে ইতিহাস   পড়ো সবটা সত্যি নয় -
অনেক কিছুই লুকানো রয়েছে, অনেক করেছে ক্ষয়।
ভেবো না চাহিতে এসেছি আজকে কর্মের প্রতিদান
ধন্য মোরা মাতৃসেবায় তুচ্ছ করেছি প্রাণ।
তোমরা শুধুই করিয়ো প্রয়াস জানিতে সত্যি কি ?
যে দীর্ঘশ্বাস ইতিহাসের পাতায় আজও রয়েছে ঢাকি।