হঠাৎ চেঁচিয়ে উঠেন হুজুর - "আমার ধরেছে মাথা "
সবাই হাঁকে কি দুঃসাহস দেশটা হল যা-তা !
প্রাণের মায়া হারালো তাই মাথায় দিল হাত -
যার পদস্পর্শে ধন্য জাতি, সবার খুলেছে জোর বরাত।
কি ইয়ার্কি, তারই মাথায় হাত দেয়;  পা ছেড়ে -
কে সে আহাম্মক , কারই বা দশটা মাথা ঘাড়ে ?
সবাই বলে ডাকাও পুলিশ, ডাকাও সেনাদল,
এ তো দেখি নিতান্তই বিপক্ষেরই ছল ।
যায় না দেখা কে বা ধরে হুজুরেরই শির
আঁধারেতে মো-সাহেবদল চালায় জিভের তীর।
হুজুর যত বোঝাতে চায় ব্যারাম- মাথা ধরা
দিনে রাতে শান্তিতে নেই চিন্তা মাথা ভরা,
কেউ না শোনে স্বামীর কথা বিচার করে সব -
(করে) অজানাকে বাপবাপান্ত , করছে কলরব।
কেউ বা বলে শাস্তি দ্বিগুন আইন কঠোর করে
ঐ পাষন্ডে শূলীতে চড়াও তবেই যদি ডরে ।
না হয় বেটায় ফাঁসীকাঠে আস্ত ঝোলাও আজি-
আমায় হুকুম করো যদি আমি জল্লাদ সাজি।
এমন সময় হুজুর বলেন মাথার ভেতর রোগ-
কেউ যদি মাথা দেয় টিপে কমে এ দুর্ভোগ ।
হুড়োহুড়ি ক'রে যত বেলচা, চামচ সবে
হাতের কাছে এমন সুযোগ কে হেলায় হারায় কবে ?
মাথা নিয়ে কাড়াকাড়ি করে যতেক দালালগণ ,
এই তো এল সুযোগ , হব প্রভুর বিশেষ জন !
এমন সুযোগ ছাড়তে নারাজ এদের দলের কেঊ
বিশেষ প্রসাদ পাবার লোভে মনের মাঝে ঢেঊ।
প্রভু করেন ত্রাহি ত্রাহি ছিঁড়ে বু্ঝি মাথা -
সেবার ঠেলায় পালান ছুটে, না শোনেন কোনো কথা।