জাগছে মানুষ দেশে দেশে , ধোঁকার  খেলা বন্ধ
উল্টে সবে শুধায় , কোথায় কেন জাগলে মনে সন্দ ।
বুঝলি ওরে ভেল্কিবালা যতেক আছিস কপট
দিন হয়েছে শেষ তোদের শোনরে যতেক লম্পট ।
সোজা সরল মানবশিশু করল  ভরসা তোদের ,
কাড়লি সকল , দীন ভিখিরি করলি আজি তাদের
মিথ্যে বলে আশ্বাস দিস করিস পকেট ভারী ,
নিজের তরে জোটাস সবি , আজ ভাঙবে জারিজুরি ।


আজ অব্দি বুঝলি নিজের পাওনা আঠারো আনা
পাশের বাড়ী পায়না খেতে তাও দেখতে তোদের মানা ,
নিজের তরে বানাস বাড়ী একর হিসেব করে  -
জনাপ্রতি হেথায় হোথায় হিসেব ধরে ধরে ।
লক্ষ কোটি নিরাপরাধ মানব শিশু পথে  -
পথেই তাদের জন্ম মরণ দিবস কিম্বা রাতে ,
তাদের জমিজমা কেড়ে মালিক সেজে বেশ -
আয়েস ক রে থাকিস ঘরে লজ্জা নাহিক লেশ ।
অকালেতেই সরল  মানব  বুঝল সবি , তোদের ক্পাল মন্দ -
হিসেব কষে দেখছে খরচ , নেই কো জমা , মনেতে তাই ধন্দ !