আমার ব্ড় ইচ্ছা করে, চরাই গরুর পাল,
হাতের পরে বাঁশের বেণু সঙ্গে রাজ রাখাল।
সকাল বেলা কোঁচড় ভরে পেঁয়াজ মুড়ি সঙ্গে নিয়ে -
গরু খুলে দাও উচ্চারিব সবার দোরে গিয়ে।
যে যার গরু দিবে খুলে , সঙ্গে নিয়ে সবে
জঙ্গলে যেই ঢুকতে যাব রাখাল রাজা তবে,
বলবে এসে থাকবো আমি আজকে তোমার সাথে,
খেলব দোহে কানামাছি, যাব সাঁঝ বেলাতে।
দুজনাতে বাঁশরীতে তুলব নানান সুর,
করবো ভাগাভাগি খাবার যখন ভর-দুপুর।
দুই সখাতে কইবো কথা গাছের তলায় বসে
নিখোঁজ গরু খুঁজবো দোঁহে যাব কানন চষে।
নাম ধ'রে বলবে ডেকে দেখতে কী রে পাস
তুমি থাকতে হারায় যদি হবে যে লোক হাস,
নিজে গিয়ে আনবে ধরে হারিয়ে যাওয়া ধেনু
বলব আমি ভাগ্যি সাথে ছিলে তুমি কানু।
বলবে রাখাল আজ চলে যা আঁধার ঘনায় ঘোর
আবার তোরে আসতে হবে আগামী কাল ভোর।
বিষাদ ভরে বিদায় দিয়ে গোধন ঘরে নিয়ে-
নুন ফ্যান ভাত খেয়ে শোব চাদর মুড়ি দিয়ে।
এই দুনিয়ায় কারো আছে এমন খুশীর ভাল ?
অপেক্ষায় থাকবো কখন হবে ফের সকাল।