ডিমের ভেতর কেমন করে তোর বাচ্চা থাকেরে হাঁস ?
জানালা দরজা কিছুই তো নেই,
(ওর) প্রাণ করে না কি হাঁসফাঁস ?
জানালা দরজা বন্ধ করে  যখন রাখে মা আমায় -
দেয় না খেলতে বিকেলবেলা, কষ্টে মন হাঁপায় ।
তোর বাচ্চারা বেশ সারাদিন দেখি ক'রে খেলা মাঠে
চরে বেড়ায় মাঝপুকুরে কখনো দিঘীর ঘাটে ।
হয় না যেতে পাঠশালাতে নেই কো পাঠের ভার,
গুরুমশায় রাঙায় না চোখ, ভয় নেই পরীক্ষার ।
কখনো ডোবে , কখনো  ওঠে জলের ভেতর থেকে -
সর্দিকাশি হয় না তাদের, হলে কোন কবিরাজ দ্যাখে ?
আমি যদি একটু করি জলের সাথে খেলা -
দেয় কেন মা ঘা দুমাদুম আর বকুনির মেলা ?
একটু যদি অসুখ করে ডাক্তার কাকু এসে
লিখে কেন তেতো ওষুধ নেই কো তোদের দেশে ।
ভাল্লাগেনা এমন জীবন বল না কেমন করে
হাঁস হয়ে আমি তোদের সাথে খেলি দীঘির প'রে।।