সকলে স্তব্ধ শ্বাসের শব্দ শুধুই আসিছে কানে,
পেয়ে সংবাদ গেছে আহ্লাদ কপালেতে ক'র হানে !
খাচ্ছিল বেশ করিয়া আয়েশ ছিল না জবাবদিহী-
হাতে পেয়ে চিঠি মন গেল টুটি বলে এ আমি না চাহি।
আমি করি সেবা যাহা কহে যে বা হিসাব রাখি না তার,
দু পয়সা পাই বিনিময়ে তাই কি আসে যায় কার।
কিছু লোক আছে খুঁত পেলে বাঁচে নড়ায়েছে কলকাঠি,
করিল নালিশ অসতে পালিশ স্বপ্ন  করিল মাটি ।
রাজার কর্ণে ভরিল  বর্ণে রাঙ্গাইয়া নানা ভাবে ,
পদহীন মোরে করিল সে জোরে কাঁদিতে না পারি র'বে !
সব্জীর ঝোলা প্রায় ভরা গলা সাঁঝে আনিতাম ঘর ,
গিন্নী তা পেয়ে আসিতেন ধেয়ে পকেটে দিতেন কর ,
দুই পাঁচ খানি নোট লইতেন টানি সোহাগের নেই শেষ -
যবে যাহা চায় অনায়াসে পায় চিন্তার নেই লেশ।
মাহিনার টাকা পুরো হয় রাখা একাউন্ট হয় ভারী ,
যবে যাহা চায় সুত কন্যায় পয়সা জোগাই তারি ,
ভালো ছিল এই জীবনের খেই আপনার হাতে সুতো ,
এমন সময়ে নিয়ে আসে বয়ে কি যেন পেয়েছ ছুতো ।
রাখিবে না মোরে ঐ পদে ধরে কালই হতে যাও সরে -
ভেবে ভেবে মরি কি করিলে হরি বাঁচবো কেমন করে ।
বহু দিন ধরে আনি হাত ভরে আজিকে সবের শেষ -
এই লাটগিরি মাঠে গেল ম'রি সমুখে রয়েছে ক্লেশ ।
ঠাটবাট মোর বেড়েছিল জোর যেন বড় জমিদার -
ঘুষ নিয়ে বেশ পাকালাম কেশ কি বলি মহিমা তার ।
ছেলেমেয়ে বঊ মানবে না কেঊ ঘরে থাকবে না মান ,
বিষম বিপদ হারালাম পদ বুঝি বেঘোরে বা যায় প্রাণ
অফিস ফিরে যেই আসি ঘরে শুধাত গিন্নী চা ?
কাল থেকে হায় সেরে যাবে দায় মুখে কাড়বে না রা ।
ছেলেমেয়ে আর কি শোনে বাবার মাস মাহিনায় বাঁধা ,
বুঝি ম'রে লাজে বড় প্রানে বাজে আমারেই বলে হাঁদা !
বোঝাব এদের এমন যে ফের না শোনে বায়না কোনো ,
শুধু দেয় তানা ম্যানেজ জান না, বসে মাইনার টাকা গোনো।
আমি হতবাক ! ব'লে " গেল নাক, সমাজে না রহিল মুখ" ,
বোঝালে না বোঝে শুধু দোষ খোঁজে বলে খোঁজো মনসুখ ।
যদি লাগাইতে আরো দিনে রাতে তেল ব'সে বেশ করে ।
হাঁ করিতে যদি হাওড়া বলিতে ভুতে নাকি নিত ধরে ?
আসলে তুমি না,  মোটেও চাওনা জীবনে আগাই মোরা ,
গিন্নীর সায় তারা পেয়ে যায় কথার চালায় ছোরা ।
আমি বসে ভাবি এই এত দাবী এতকাল মেনে গেছি -
ঘুষ নিয়ে নিয়ে ইমান বিকিয়ে নির্দোষে কাঁদিয়েছি -
এর দায় ভার শুধুই আমার ভুগিব জীবন ভর্
আপনার পা'য় কুড়ুলের ঘায় দিয়ে আজি মর মর্